১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৪দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২২ ৩য় দিন সমাপনী ও তাবু জলসা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৩, ২০২২
46
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৪দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২২ ৩য় দিন সমাপনী ও তাবু জলসার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্তির জন্য কাবিং এ থীমকে সামনে রেখে ৩ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস আলমডাঙ্গা উপজেলার আয়োজনে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় দিন সমাপনী ও তাবু জলসার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩য় দিন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফত রহমান। এসময় তিনি বলেন, চার দিনে এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহনকারী ছোট ছোট শিক্ষার্থীরা (কাব বৃন্দ) অনেক কিছু শিখতে পেরেছে। স্কাউটের মূল উদ্দেশ্য হল, সাধ্যের মধ্যে থেকে নিজের সর্বোচ্চ বিবেক দিয়ে ভাল কিছুর চেষ্টা করা। যারা স্কাউটের সাথে জড়িত থাকে তারা সবকিছু করতে পারে। একজন মানুষকে সবকিছু করতে জানতে হবে। সকলের মধ্যে পারস্পরিক সহযোগীতা করার মনভাব থাকবে হবে। প্রত্যেক পিতা-মাতাকে তার সন্তানকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা সভাপতি রনি আলম নূর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস আলমডাঙ্গা উপজেলা কমিশনার ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, রাশিদুল ইসলাম, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা স্কাউটের সম্পাদক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা সম্পাদক নুরুল ইসলাম।

বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা সহসভাপতি রেফাউল হক, আশরাফুল আলম, সহ-সম্পাদক মোল্লা ফেরদৌস-উল-রিজভীর উপস্থাপনায় উপস্থিত আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, এরশাদপুর একাডেমির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্লা, কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা মডেল একাডেমির প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, ইসলামপুর স:প্রা:বির প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খাঁন, প্রশিক্ষক এ.এল.ডি নাজমুল হক, সি.এ.এল.ডি সাইদুল হক জোয়ার্দ্দার, গোলাম মোস্তফা, উড ব্যাজার রহমত উল্লাহ, আসাবুল হক, জহুরুল হক, কার্প লিডার ও সহকারি শিক্ষক আব্দুল মজিদ, ফিরোজুল ইসলাম, স্কাউট লিডার রুবেদুর রশীদ, তন্ময় কুমার বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram