২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৫, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌর পশুহাটে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল বুধবার আলমডাঙ্গা পৌর পশুহাটে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁর নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় তারা প্রায় তিন লাখ মূল্যের এ কারেন্ট জাল জব্দ করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল উপজেলা চত্তরে নিয়ে আসে। এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর উপস্থিতিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করেন। কারেন্ট জাল ধংস করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, শাহিনা আক্তার, আলমডাঙ্গা থানার এসআই হাসনাইন, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, সুমন আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারেন্টজাল নিষিদ্ধ হলেও এতদাঞ্চলে হামেশায় ব্যবহৃত হচ্ছে। ফাঁরাক্কার প্রতিক্রিয়ায় অধিকাংশ খাল-বিল অস্তিত্বহীন। যা বেঁচে বর্তে আছে তার অধিকাংশে সারা বছর পানি থাকে না। শুধুমাত্র বর্ষার কয়েক মাস পানি থাকে। উপরন্তু, ফসলী জমিতে যথেচ্ছা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। তার উপর বিনা বাঁধায় কারেন্টজালের অব্যাহত ব্যবহারে দেশীয় মাছের পোনা সমূল্যে ধ্বংস হচ্ছে। অধিক মাছের লোভে মাছ শিকারিরা সুতার জালের পরিবর্তে কারেন্টজাল ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। প্রতি সপ্তায় আলমডাঙ্গাসহ বিভিন্ন হাট বাজারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram