২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় হেফজখানার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৯, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার আসাননগর গ্রামে আলামিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় ওই হেফজখানার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ২৯-মে শনিবারে তাকে গ্রেফতার করা হয়। বলাৎকারের শিকার ছাত্রের পিতার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।


অভিযোগে জানা যায়, আসাননগর গ্রামে আলামিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং রয়েছে। আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের বিল্লাল মুন্সির ১১ বছরের ছেলে মুজাহিদ হেফজখানার একজন ছাত্র। গত শুক্রবার ভোরে মুজাহিদ বোডিংয়ে পড়াশোনা করার সময় মাদ্রাসার আবাসিক শিক্ষক হরিনাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন আলম বোডিংয়ে ঢুকে মুজাহিদকে তার কক্ষে ডেকে নেন। ডেকে নিয়ে হাত-পা টিপতে বলেন। হাত-পা টেপার এক পর্যায়ে মুজাহিদের পরনের কাপড় খুলে জোরপুর্বক বলাৎকার করেন শিক্ষক শাহীন আলম। এ সময় তিনি মুজাহিদকে এই ঘটনা কাউকে না জানাতে নির্দেশ দেন।


ঘটনার পর মুজাহিদ বাড়িতে গিয়ে তার বাবা-মা’র কাছে ঘটনা খুলে বলে। এরপর ছাত্রের পিতা বিল্লাল মুন্সি মাদ্রাসার সভাপতি আসাননগর গ্রামের আসাদুল হক ও সহসভাপতি মঞ্জু মেম্বরকে বললে তারা কোন কর্নপাত করেননি। পরে তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পেয়ে থানার এসআই কামরুল ইসলাম শিক্ষক শাহীন আলমকে গ্রেফতার করে থানায নিয়ে আসেন। তাকে আজ রবিবার আদালতে প্রেরন করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram