২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় হাইরোডে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর মোটর সাইকেল রাখার অপরাধে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১১, ২০২০
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের হাইরোডে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটর সাইকেল রাখার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। ১১ আগস্ট মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানাগেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডের বড় মসজিদের সামনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর মোটর সাইকেল রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। যার কারনে মাঝে মাঝেই রাস্তার যানজোটের সৃষ্টি হয়।

১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাইরোডের মেসার্স বিউটি প্রেসের সামনে রাস্তার উপর ক্রেতাদের মোটর সাইকেল রাখার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ২হাজার টাকা জরিমানা করেন।

একই অপরাধে ইয়াসিন ফার্মেসীর মালিককে ২হাজার, লতা ফার্মেসীর মালিককে ২হাজার ও মন ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন এরপর থেকে যে প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর মোটর সাইকেল, বাইকেল রাখতে দেখা যায়। তাহলে ওই প্রতিষ্ঠানে মালিককে অর্থদন্ড দিতে হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram