২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত মোটর শ্রমিক নেতা মরহুম শরিফুলের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৭, ২০২১
20
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক, ট্যাঙ্ক, লরি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার আহব্বায়ক কমিটির সদস্য মরহুম শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেছে। চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি শ্রমিক ইউনিয়ন শাখা (রেজিঃ ১৮৯৫) ২০ হাজার ও চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা ১৫ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেন। ২৭ মার্চ শনিবার দুপুরে মরহুম শরিফুল ইসলামের নিজ বাড়ি কালিদাসপুর গ্রামের শ্রমিক নেতারা উপস্থিত হয়ে মরহুমের ছেলে পিয়াস ও মেয়ে তুলির হাতে টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি শ্রমিক ইউনিয়ন শাখা (রেজিঃ ১৮৯৫) সাধারন সম্পাদক মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি পিরু মিয়া, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ^াস, আলমডাঙ্গা শাখা কার্যালয়ের আহব্বায়ক আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সাহাবুল হক, শহিদুল ইসলাম ইপি প্রমুখ।


উল্লেখ্য গত ১৩ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিদাসপুরের আব্দুল জলিলের ছেলে মোটরশ্রমিক নেতা শরিফুল ইসলাম (৪৫) বাইসাইকেল চড়ে আনন্দধান এলাকায় যান। তিনি আনন্দধামের এক চায়ের দোকানের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। সে সময় ২ জন কলেজপড়ুয়া কিশোরকে মোটরসাইকেলে বসিয়ে আরেক কিশোর বেপরোয়া গতিতে মোটরশ্রমিক শরিফুল ইসলামকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের প্রচন্ড ধাক্কায় তিনি সড়কের উপর আছড়ে পড়েন। তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram