২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য নিরশনের দাবিতে কর্মবিরতি অব্যহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৯, ২০২০
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সারাদেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সকল সদস্যরা নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি অব্যহত রয়েছে । গত বৃহস্পতিবার, শনিবার ও গতকাল রবিবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের কর্মবিরতি অব্যহত রয়েছে।


কর্মবিরতী পালনকালে উপজেলা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল রনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, হামজারুল ইসলাম, আসাদুজ্জামান, মহাবুল ইসলাম, শামসুজ্জামান রতন, আনিসুর রহমান, সকিরদ্দিন, মজনুর রহমান, অহিদুজ্জামান, সোহেলী সোনিয়া, নার্গিস পারভীন, রুহুল আমীন, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, প্রদীপ কুমার চৌধুরী, পারভেজ আলী, সাম্মি আক্তার, কামরুন্নাহার, শামসুল হক, মহাসিন আলী, সৈয়দ আক্তার হোসেন, তপতি, খাইরুল ইসলাম, আব্দুস সামাদ, জামসেদ, শামীমা নাসরিন, নুর আব্দুল্লাহ, মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ায়েসুর, মোস্তাফিজুর, আব্দুস সামাদসহ সকল স্বাস্থ্য কর্মীরা।

২৯ নভেম্বর রবিবার সারাদেশের ন্যায় স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি পালনে যোগ দিতে যাওয়ার সময় স্বাস্থ্য সহকারী হাশেম আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। একই দিনে কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করা হয়। ৩য় দিনের কর্মবিরতি শেষে স্বাস্থ্য সহকারী হাশেম আলী ও আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram