২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৩০, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি পালিত হয়েছে। ৩০ আগস্ট শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে সত্য নারায়ন মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর পুজা উৎযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সমীর কুমার দে, আলমডাঙ্গার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার।

হিন্দু বৌদ্ধ খ্রস্টান ঐক্য পরিষদের সাধারন সস্পাদক বিশ্বজিৎ শাধুখাঁর উপস্থাপনায় উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশিল কুমার ভৌতিকা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর সাধারন সম্পাদক পলাশ আচার্য, অসিম কুমার সাহা, হারান অধিকারি, বিজয় কুমার সিহি, সজন সাহা প্রমুখ। সভায় শ্রী কৃঞ্চের জন্মতিথি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে যেমন খুসি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram