২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিশু অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার : গ্রেফতার ৫

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১, ২০২১
20
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শিশু ফারহান অপহরণের ৮ ঘন্টা পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে। অপহরণকারীদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ থানা চত্বরে প্রেস ব্রিফিং করে।

গ্রেফতারকৃতরা হল আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম গ্রামের ক্যানালপাড়ার শাওন, আকাশ, রাশেদা খাতুন, আসাননগর গ্রামের খোরশেদ, কলেজপাড়ার কাজী সুমন।

অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গির আলম প্রেস ব্রিফিং এ জানান, বুধবার বিকালে আলমডাঙ্গা কলেজপাড়া থেকে কাজী সজিবের শিশু পুত্র কাজী ফারহানকে চিপস হাতে দিয়ে দুই মোটরসাইকেল আরোহি অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা শিশুর পিতার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে।

ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ক্যানালপাড়া থেকে শাওনের বাড়ি থেকে রাশেদা খাতুনের কাছে রাখা অবস্থায় উদ্ধার করে। শিশু কাজী ফারহানকে তলপেটে ও হাতে চেতনানাশক ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে লুকিয়ে রাখে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ থানা চত্বরে প্রেস ব্রিফিং করে অপহরণের বিষয়টি জানায়।

শিশু ফারহানের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram