২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিশুপুত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা কলেজপাড়ার এক দন্তচিকিৎসকের শিশুপুত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত অপহরকচক্র। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দুজন অজ্ঞাত ব্যক্তি জুসের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে শিশুটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


জানা যায়, আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার দন্তচিকিৎসক কাজী সজীবের ৪ বছরের শিশুপুত্র কাজী ফারহান বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলছিল। বিকেল ৫ টার দিকে মোটরসাইকেলে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে শিশুটির হাতে জুসের প্যাকেট ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত আনন্দধামের দিকে চলে যায়।


সংবাদ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেন। কিন্তু কোথাও সন্ধান পাননি।


এলাকাসূত্রে জানা গেছে, অপহরণের প্রায় আড়াই ঘন্টা পর অপহৃত শিশুটির দাদা কাজী হারুনের মোবাইলফোনে রিং দিয়ে অজ্ঞাত অপহরকচক্র ১০;লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছে। একই সাথে পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অপহৃত শিশুর অভিভাবকরা মুখ খোলেননি। সে কারণে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


এদিকে, এ অপহরণের বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram