২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৪, ২০২২
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন,।


সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, উপসহকারি মেডেকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আলমডাঙ্গা থানার এসআই আব্দুল গাফফার, উপজেলা আনসার ভিডিপি অফিসার আজিজুল হাকিম, ওকোপাডিকোর আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, উপসহকারি প্রকৌশলী রোকন উদ্দিন ফিরোজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

সাত দিনের এ মেলা সমাপনী দিনে সকল স্টলের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারকারী স্টলের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস স্টল প্রথম, উপজেলা প্রানী সম্পদ বিভাগ দ্বিতীয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিস তৃতীয় স্থান অধিকার করেছে। রচনা,চিত্রাঙ্কন,কবিতা,তৎক্ষনিক বক্তব্য,নৃত্য,সংগীত সহ বিভিন্ন ইভেন্টের বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram