২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২০, ২০২০
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে জরিমানা করেছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নো মাস্ক, নো সার্ভিস সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। রবিবার ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন।


জানা যায়, শীতের প্রারম্ভেই করোনাভাইরাস সংক্রমণের ২য় ঢেউ আতঙ্ক শুরু হয়েছে। শীতের তীব্রতা শুরু হতেই দেশে করোনা সংক্রমণের হারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
২০ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে সচেতনতা মুলক কার্যক্রম চালিয়েছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর আলিফ উদ্দিন মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে জরিমানা করা হয়।


আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন মোড়ে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধি ২৬৯ ধারায় পাচলিয়ার উদয়পুরের তৌহিদুল ইসলামকে ২শ টাকা, খাসকররা গ্রামের শহিদুল ইসলামকে ৩শ টাকা, আঠারোখাদা গ্রামের আশিককে ৩শ টাকা, জামজামির সাইদুলকে ২শ টাকা, কাশিপুরের শামিমকে ৩শ টাকা, মাদারহুদার মুসাব আলীকে ৩শ টাকা, ষ্টেশনপাড়ার জীবন মাহমুদকে ২হাজার টাকা, এরশাদপুরের আব্দুল কাদেরকে ৩শ টাকা, চুয়াডাঙ্গার হাসানুজ্জামানকে ৩শ টাকা ও মিরপুর মালিহাদ গ্রামের ইসরাফিলকে ১শ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরুল আলম, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram