২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১০ জনকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৬, ২০২১
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরসাইকেল চালকসহ ১০ জনকে জরিমানা করেছে। ২৬ ফেব্রæয়ারী বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস, সবুজ কুমার বসাক ও ফিরোজ হোসেন যৌথভাবে আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানাগেছে, আলমডাঙ্গা বাজারের চুয়াডাঙ্গা জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের বেশ কয়েকটি দোকানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন। মাহী বস্ত্রালয়ের মালিক আবু তাহেরকে ৫শ টাকা, খাজা বাবা চাটাই ঘরের মালিক নাজিম উদ্দিনকে ৫শ টাকা, মোমিন ষ্টোরের মালিক মোমিনকে ১ হাজার টাকা, মাহাবুল ষ্টোরের মালিক মাহাবুলকে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আজিজুর রহমানকে ২শ টাকা, জরুহুল ইসলামকে ১ হাজার টাকা, নজরুল ইসলামকে ২শ টাকা, রবিউল ইসলামকে ৫শ টাকা।

এছাড়ার মোটরযান আইনে নাগদাহর নিশানকে ৫শ টাকা ও নওদাবন্ডবিল গ্রামের মাসুদকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram