২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভোক্তাধিকার আইনে দুটি আইসক্রিম ফ্যাক্টারিতে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২০
38
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান চালিয়ে শহরের মাছ বাজারের শফি বরফ কলে ও জে পি আইসক্রিম ফ্যাক্টরি জরিমানা করেন।

রবিবার বেলা ১১ টার দিকে ডালডার সাথে ক্ষতিকর চকলেট রং মিশিয়ে তৈরি করছে চকবার আইসক্রিম। জাতীয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।


জানাগেছে, আলমডাঙ্গা শহরের মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মেয়াদ মুল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর শহরের মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭,৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৭০,০০০/- টাকার আইসক্রিম ধ্বংস করে ফেলেন ।

নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram