২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩০, ২০২১
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কমিটির নিকট মুক্তিযোদ্ধারা সাক্ষ্য, তথ্য-উপাত্তসহ উপস্থিত হন। ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫ টা অবধি ১ম দিনের মত এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ১ম দিনে ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৭০ জনের সাক্ষ্য, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা সম্ভব হয়েছে। বাকীদের যাচাই-বাছাই ১ ফেব্রæয়ারি যথারীতি সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে।


৪ সদস্যবিশিষ্ট এ যাচাই-বাছাই কমিটির সভাপতি জামুকার প্রতিনিধি মুক্তিযুদ্ধকালীন আলমডাঙ্গা গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সদস্য সচিব আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, চুয়াডাঙ্গা -১আসনের সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু ও জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলী।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানিয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২-এর ধারা ৭ (ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।


তবে কোনো বীর কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে, তিনি যাচাই-বাছাই এর আওতাবর্হিভূত থাকবেন।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় স্বীকৃত বিভিন্ন প্রমাণপত্রে নাম থাকার পরও অনেক বীর মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাইয়ের তালিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

অনেকে বলেছেন, নতুন যাচাই-বাছাইয়ে তিনজন সহযোদ্ধাকে হাজির করতে বলা হয়েছে। সেটি খুবই কঠিন কাজ। ইতোমধ্যে অধিকাংশ সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। এছাড়া জীবিতরা বয়সের ভারে ন্যুব্জ। অনেকে রোগ-শোকে স্মৃতিশক্তি হারিয়েছেন। আবার অনেকে দূর দূরান্তে বসবাস করেন।


আবার অনেক বীর মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, আগের তিনটি যাচাই-বাছাইয়ে সহযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০১৭ সালের সর্বশেষ যাচাই-বাছাইয়ে আমরা উত্তীর্ণ হয়েছিলাম। আবার যাচাই-বাছাই কেন?

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram