২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৫, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)“র ক্ষুদ্র সেচ প্রকল্পের প্রথম ৩ দশমিক ১ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী এ খাল খনন কাজের উদ্বোধন করেন। শ্রীরামপুর থেকে মিরপুরের সুতাইল পর্যন্ত পাউয়ির খালটি মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃখননের কাজ বাস্তবায়ন করবেন কুষ্টিয়া বিএডিসি । প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এখালটি পুনঃখনন করা হবে। এই খালে পানি ধরে রাখার জন্য ৪০ লাখ টাকা ব্যায়ে একটি সুইচ গেট নির্মান করা হবে।

খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া বিএডিসির মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের কৃতি সন্তার ঢাকা বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের সদস্য পরিচালক ও যুগ্ম সচিব মো: আরিফ। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সবসময়ই কৃষি ও কৃষকের কল্যাণে নিয়োজিত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু কৃষিবিপ্লবের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেচের সম্প্রসারণ ও উন্নয়নে নিয়েছিলেন যুগান্তকারী পদক্ষেপ। ভূগর্ভ থেকে পানির চাপ কমিয়ে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে খাল খননের কর্মসূচি গ্রহণ করে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ আপনাদের ৫ গ্রামের পানি নিস্কাশনের জন্য এই পাউয়ির খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হবে। আমি আপনাদের সন্তান, আমি জানি বর্ষার সময় জলাবদ্ধতার কারণে আপনাদের ৫ গ্রামের মানুষের কত ক্ষতি হয়। এই খালের আওতায় প্রায় ৩০ হাজার হেক্টর জমি আছে। যেখানে বছরে মাত্র একবার ফসল হয়। এই খাল পুনঃখননের পর আপনাদের আর জলাবদ্ধতা নিয়ে চিন্তা করতে হবে না। বর্ষার সময় আর জলাবদ্ধতা হবে না। আমাদের এ অঞ্চলের মাটি বাংলাদেশের অন্য যে কোন অঞ্চলের চেয়ে অনেক ভাল। এ্ই মাটিতে যে ফসল চাষ করা হয় সেই ফসলই হয়। আপনারা শুধু ধান, গম, ভুট্টা, আখ, পাট চাষ নিয়ে পড়ে থাকবেন না। আপনারা উন্নত মানের সবজি চাষ করবেন। এসব সবজি আপনারা অনেক বেশি দামে বিক্রয় করতে পারবেন।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, বিএডিসি কুষ্টিয়া জোনের সহকারী প্রকৌশলী এরশাদ আলী, মেহেরপুর জোনের সহকারী প্রকৌশলী শাহাজালাল আবেদীন, চুয়াডাঙ্গা জোনের সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।

উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জুয়েল রানা, জাহিদ হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান রতন, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, আফিল উদ্দিন, আইয়ুব হোসেন, জয়নাল, শ্যামলি খাতুন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম , টুটুল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram