২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফাইনাল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৩, ২০২১
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট(বালক) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের এটিম মাঠে ওই টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভাংবাড়িয়া ইউনিয়ন ১-০ গোলে খাদিমপুর ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন-খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। যে জন্য প্রত্যেক পাড়া মহল্লায় প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করতে হবে।


বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার পুলিশ পুরিদর্শক তদন্ত এম এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কাজী রবিউর হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, নুরুল ইসলাম, আব্দুল হালিম, কাওছার আহমেদ বাবলু, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, ডালিম হোসেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও ধারাবিবরনী প্রদান করেন আলমডাঙ্গা পৌর সভার স্টাফ হাফিজুর রহমান জীবন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল হাসান, মুশফিকুর রহিম, সোহাগ আলী, আব্দুস সালাম, মহসিন কামাল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram