১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৩১, ২০২০
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডামোশ গ্রামে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে স্বর্ণপদকপ্রাপ্ত মায়ের দোয়া ফিসারিজ আয়োজিত ওই ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।

এ সময় তিনি বলেন, মধ্য আয়ের দেশ হিসেবে আমাদের উন্নত স্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সকল সুখের মুল। উন্নত দেশ গড়ার পূর্বশর্ত হল স্বাস্থ্যবান জাতি। আপনারা মুক্ত মনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে এসে সেবা নেবেন। সুস্থ্য থাকবেন। আমরা মাদকমুক্ত আলমডাঙ্গা ঘোষনা করেছি। মাদকের সাথে আপোষ নাই। আমরা আশা করব আপনারা এ কাজে সহযোগিতা করবেন। কোন মাদকব্যবসায়ি স্বেচ্ছায় মাদকব্যবসা ছেড়ে দিতে চাইলে জানাবেন।পুনর্বাসন করব। বাল্যবিয়ে রোধ করতে হবে। বাল্যবিয়ে উন্নয়নের পথে বড় অন্তরায়।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের দোয়া ফিসারিজের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, মায়ের দোয়া ফিসারিজের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদুল হক হিমেল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মাহমুদুল হাসান চঞ্চল, মাহবুবুর রহমান, উজ্জ্বল খন্দকার, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সদস্য ওয়ালিদ হাসান, মেডিক্যাল টেকনোলজিস্ট রাহাত, প্রকৌশলি তাসমিমা সরণি, জাহাঙ্গীর আলম, আসমাউল হুসনা মুনমুন, মিনারুল ইসলাম, মেহেদী হাসান, শাহীন রেজা, হাসানুজ্জামান, আজিবর রহমান, জুয়েল রানা প্রমুখ।

ক্যাম্পে আগত শতাধিক রোগির ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। একই সাথে ফ্রী মাস্ক প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram