২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পৌর নির্বাচনে দলীয় মনোনীত ২জনসহ মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৭, ২০২১
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনিত ২ জনসহ মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ মনোনয়নপত্র জমা দিয়েছেন । ১৭ জানুয়ারী ছিল আলমডাঙ্গা পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র শেষ দিন। সকাল থেকেই আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রির্টানিং অফিসারের অফিসে প্রার্থীদের কর্মিদের ভিড় ছিল। বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আলমডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মনোনিত মেয়র প্রার্থী আলহাজ¦ হাসান কাদির গনু। বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের মনোনিত মেয়র প্রার্থী আলহাজ¦ মীর মহিউদ্দিন। এছাড়ার স্বতন্ত্র মেয়রপ্রার্থী মতিয়ার রহমান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।


আলমডাঙ্গা পৌর নির্বাচনে দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ¦ হাসান কাদির গনু আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । হাসান কাদির গনু ২য় বারের মত নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করে মনোনয়নপত্র জমা দেন। তিনি আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র। শেষ দিনে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিশাল র‌্যালি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে নৌকা প্রতিকের দলীয় প্রার্থী হিসেনে মনোনয়নপত্র জমা দিতে আসে। এসময় দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলা মহিদ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আলমডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ¦ মীর মহিউদ্দিন দলীয় নেতাকর্মি সাথে নিয়ে মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। আলহাজ¦ মীর মহিউদ্দিন জেলা বিএনপির নেতা ও আলমডাঙ্গা পৌরসভার পরপর ২ বারের সাবেক পৌর মেয়র । শেষ দিনে বেলা ২টার দিকে প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ দলীয় নেতাকর্মি সাথে নিয়ে আলমডাঙ্গা নির্বাচন অফিসে আসেন। দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরিফ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন, বোরহান উদ্দিন, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, নান্নু মিয়া, বাবলু মিয়া, চেরাগ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আলমডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারুক মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। মতিয়ার রহমান ফারুক আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। শেষ দিনে বিকালে তিনি তাঁর প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং সমর্থকদের সাথে করে নিজ অফিস থেকে একটি র‌্যালি নিয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু জিহাদ, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শাকা, শ্রম সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, জিহাদ, আব্দুল কাদের মন্ডল, ইমাদুল হক, মফিজ, দেবদাস, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা সৈকত আহম্মেদ, অভি প্রমুখ।

আলমডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে এম সবেদ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী আলমডাঙ্গা পৌর সভার সাবেক পৌর চেয়ারম্যান, জেলা জাসদের সভাপতি । শেষ দিনে বিকালে প্রস্তাবকারী. সমর্থনকারীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গদের নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আসে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ¦ আনিসুজ্জামান আনু মিয়া, আলহাজ¦ শহিদুল ইসলাম মন্ডল, মীর মনিরুজ্জামান, আলহাজ¦ রফিকুল ইসলাম, মোল্লা গোলাম সরোয়ার প্রমুখ।


মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে কল্পনা খাতুন, রুমা খাতুন ও শিপ্রা বিশ^াস। ৪,৫,৬ নং ওয়ার্ডে রাবেয়া খাতুন, রেখা খাতুন, সুফিয়া খাতুন, আয়েশা সিদ্দিকা ও জহুরা খাতুন। ৭,৮,৯ নং ওয়ার্ডে নুরজাহান খাতুন, রীতা খাতুন, রসিদা খাতুন, আরজিনা খাতুন ও মনোয়ারা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


পৌর নির্বাচনে সাধারন আসনে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নং ওয়ার্ডে আলাল উদ্দিন, মাসুদ রানা তুহিন, শরীফুল ইসলাম, নাহিদ হাসান তমাল ও মিকাইল হোসেন। ২ নং ওয়ার্ডে কাজী আলী আজগর সাচ্চু ও খন্দকার মজিবুল ইসলাম । ৩ নং ওয়ার্ডে জহুরুল ইসলাম স্বপন, দীনেশ কুমার বিশ^াস ও নওশের আলী। ৪ নং ওয়ার্ডে সদর উদ্দিন ভোলা, শাহীন রেজা, আকতারুজ্জামান, ইলিয়াস হোসেন, আলম হোসেন, কাজী হাবিবুর রহমান, পরিমল কুমার ঘোষ কালু, বিমল কুমার বিশ^াস ও জয়নাল আবেদীন। ৫ নং ওয়ার্ডে আব্দুল গাফফার, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও মশিউর রহমান। ৬ নং ওয়ার্ডে রেজাউল হক তবা, ডালিম হোসেন, আবুল কাশেম ও জাহাঙ্গীর আলম ও লালন আলী। ৭ নং ওয়ার্ডে ফারুক হোসেন, বাপ্পি, শামীম আশরাফ ও আসাদুল হক। ৮ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, দোলায়ার মোল্লা ও আশরাফুল হোসেন। ৯ নং ওয়ার্ডে মামুন অর রশিদ হাসান, সাইফুল মুন্সি ও সেলিম রেজা মনোনয়নপত্র জমা দিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram