২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৪, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রæয়ারী ১ নং ওয়ার্ড ষ্টেশনপাড়ায় ও ২ নং ওয়ার্ডের হাজী মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ডের নির্বাচনী পথসভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।


এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আর এ উন্নয়ন অব্যহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এ সরকারের আমলে আপনাদের রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের আমলে হয়নি। অন্য কোন প্রতীককের প্রার্থীকে বিজয়ী করলে উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে। সেজন্য আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মিদের কাঁধেকাধ মিলিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনারা জানেন, অত্র এলাকায় সন্ত্রাসীর রাজত্ব ছিল্। যার কারণে আপনারা ব্যবসা করতে পারতেন না, রাতে বাড়িতে ঘুমাতে পারতে না। পরপর তিন বার আপনারা নৌকা প্রতিকে ভোট দিয়ে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে নির্বাচিত করার পর সন্ত্রাসী বাহিনী এলাকা থেকে বিদায় নিয়েছে। এখন আপনারা শান্তিতে দিন কাটাচ্ছেন।


পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৩ বারের নির্বাচিত পৌর মেয়র ২ বারের দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর মেয়র হাসান কাদির গনু। পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য চুয়াডাঙ্গা জজ কোর্টে পিপি অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মহিদ, ধর্ম সম্পাদক হাজী ঠান্ডু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামীলীেেগর সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের ঋণ ও পূর্নবাসন সম্পাদক ইলয়াস স্বপন, পৌর আওয়ামীলীগের সদস্য একরামোদৌল্লাহ ঝিন্টু, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, খন্দকার মজিবুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, টিটন, অটল, রোমান, অন্তর, শিহাব, যুবলীগ নেতা চন্দন, লক্ষন, বাদশা, নুর আলম, বাপ্পি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram