২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নুরানী বোর্ডের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৩, ২০২৩
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের আলমডাঙ্গা শাখায় ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা (শিক্ষক জোড়) অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমীর মিলনায়তনে এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৩৫ টি নুরানী মাদরাসার শতাধিক মুয়াল্লিম এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নুরানী বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা আব্দুল আলীম সিরাজী এবং মাওলানা যুবায়ের আহমাদ। প্রশিক্ষণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দারুস সুন্নাহ একাডেমীর মুহতামিম মাওলানা ইমদাদুল হক এবং পরিচালক আশরাফুল আলম। সবশেষে মাওলানা আব্দুল আলিম সিরাজীর দুআ-র মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।


প্রসঙ্গত, নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশ তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাগুলোর শিক্ষকদের প্রতি তিনমাস অন্তর জোড় অনুষ্ঠিত হয়। এতদিন আলমডাঙ্গার মুয়াল্লিমবৃন্দ চুয়াডাঙ্গা কেন্দ্রে অংশগ্রহণ করতেন। এবারই প্রথম আলমডাঙ্গায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram