২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৪, ২০২১
38
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্দোগে নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে সরকারি কলেজ চত্তর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করেন। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

এসময় তিনি বলেন ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্র সংগঠন হিসেবে করোনার সময় সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। কৃষকের ধান কাটা, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং বন্যাদুর্গতদের কাছে ত্রাণ বিতরণ করেছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহআলম মন্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, মাহমুদুল হাসান চঞ্চল, মোল্লা কামরুজ্জামান শামিম, নাহিদ হাসনাত সোহাগ। প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বাপন, সাবেক চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, পৌর ছাত্রলীগের সম্পাদক পারভেজ মিডেল, যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, কলিনস, হাসান, রকি, সাকিব, টিটন, সজিব, সিহাব, অটাল, অন্তর, লাকচু, শুভ প্রমুখ।


অপরদিকে, ছাত্রলীগের অপরঅংশ পৃথকভাবে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সকালে আলমডাঙ্গা উপজেলা ডাকবাংলার সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালে ডাকবাংলা থেকে আনন্দ র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহি উদ্দিন সাইকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন।

বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের সাবেক সভাপতি এ্যাড শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দ্বিপক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, সাবেক জেলা ছাত্ররীগের সদস্য মাহাবুুবুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সোহেল রানা শাহীন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীম। কলেজছাত্রলীগের সাধারন সম্পাদক সেমি রেজা তপনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, কাজী চন্দন, রুবেল হোসেন, শেখ ইমতিয়াজ, নিপ্পন, শামীম, শাহারিয়ার, তপু, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, সাগর, মিয়াদ হোসেন, রুদ্র, রাফসান, বাপ্পী, মিলন, সলক, প্রান্ত, রুবেল, সজীব, জুয়েল রানা সনি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram