২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চুরি বন্ধে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির বৈঠক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৬, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা শহরে চুরি বন্ধ্যের লক্ষ্যে বণিক সমিতির নেতৃবৃন্দ ও নৈশপ্রহরীদের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর।

৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম শফিক, এ এস আই কামরুল ইসলাম, এ এস আই শাহাবুদ্দীন লস্কর, পাহারাদারদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম হোসেন, খোকন আলী, আশরাফুল আলী, মন্টু, ফারুক ফকির, ফজলুর রহমান, আনারুল ইসলাম, মন্টু আলী, রেজাউল হক, সহিদুল ইসলাম, শামসুল, বাবলু, নাসির উদ্দিন, শুকুর আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ।


মতবিনিময়কালে সিদ্ধান্ত হয় যে, শহরের যেখানে যেখানে নৈশপ্রহরী নেই সেখানে দ্রুত নৈশহরী নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাছাড়া যেসকল ব্যবসায়ি নৈশপ্রহরীকে টাকা দিচ্ছেন না, তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন বণিক সমিতির নেতৃবৃন্দ।


এ সময় থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, এ শহর আপনাদের। এ শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি আপনাদেরও ভূমিকা রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram