২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ঘর পিলাস্টার করাকে কেন্দ্র করে উভয়পক্ষের ৩ জন আহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা ডাউকি বাদেমাজু গ্রামের ঘরের পিছনের দেওয়ার পিলাস্টার করার সময় চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। ২ সেপ্টেম্বর দুপুরে জানিককে তার চাচাতো ভাই টুটুল ঘর পিলাস্টারের জন্য কয়েকদিন সময় চায়। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।


জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু মন্ডলপাড়ার মৃত আক্কাচ আলী মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম টুটুল বেশ কিছুদিন পূর্বে পাকা ঘর নির্মান করেছে। তার পিছনের দিকে মৃত হারুন আলী মন্ডলের ছেলে জানিক কয়েকদিন আগে ঘর নির্মান কাজ শুরু করেছে। টুটুল ঘরের পিছনে পিলাস্টারের জন্য তার চাচাতো ভাই জানিকের নিকট কয়েকদিন সময় চায়। বৃষ্টির জন্য পিলাস্টার করতে পারেনি।

২ সেপ্টেম্বর জানিক ও তার ছেলেরা মিলে মিস্ত্রী ডেকে ঘর নির্মান কাজ আবারও শুরু করে। দুপুরে টুটুল ও তার মেজো ভাই আবু হেনা গিয়ে জানিককে বলে বৃষ্টির জন্য কাজ করতে পারিনি। ২/৩ দিনের মধ্যে পিলাস্টার করে নিব। এসময় জানিকের ছেলে জীবন সময় না দিয়ে মিস্ত্রীদের দিয়ে জোড় করে কাজ করতে বলে। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন তার চাচা আবু হেনাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে।

পরে টুটুল ঠেকাতে আসলে তাকেও মারধর করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারামারিতে জানিকের ছেলে ইমন আলী পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে। এ সংবাদ লেখাবদি রাতেই উভয় পক্ষই আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram