২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইভিএমে বিড়ম্বনায় নারী ভোটাররা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২১
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে শান্তিপূর্ণ ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ ভোটাররা।

দুপুর ১২ টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতর কিছুক্ষণ পরপর একজন করে ভোটার প্রবেশ করছেন। তরুণ ভোটাররা তাদের ভোট সহজে দিতে পারলেও মহিলা ও বয়স্ক ভোটাররা ভোট দিতে গিয়ে পড়েছেন নানা বিড়ম্বনায়। ইভিএম-এ কীভাবে ভোট দেবেন - তারা জানেন না। বারবার তাদের বুঝিয়ে দিচ্ছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা। তাছাড়া কলেজ ভবনের দেওয়ালে সাটানো পোস্টার দেখে কীভাবে ইভিএম-এ ভোট দেবেন তা রপ্ত করতে দেখা গেছে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আফাজ উদ্দীন বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে ভোটের কয়েক দিন সাধারণ ভোটারদের তা দেখানো হয়েছিল। তবে সেখানে মহিলা ও বয়স্করা উপস্থিত ছিলেন না। তাই ভোট দিতে এসে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। একই ধরনের সমস্যা দেখা যায় পৌরসভার অন্যান্য কেন্দ্রগুলোতেও। সকল কেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ভোট দিতে আসা নার্গিস আক্তার জানান, ইভিএমে ভোট এর আগে কখনো দেননি। সকাল থেকে ভোট দিতে এসে কয়েক দফা আঙুলের ছাপ দিয়েছেন। কিন্তু ছবি ও নাম আসছিল না। তাই দেরি হল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram