১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা উন্নয়ন ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৩, ২০২১
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা উন্নয়ন ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতোবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।


প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি,আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তাহলে কোন সংঘাত হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই - কুষ্টিয়া ও মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় কয়েকজনকে জীবন দিতে হয়েছে,তারপরও সেই সব ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আশঙ্কার কোন কারণ নেই।প্রার্থীরা যদি নিজ নিজ কর্মিদের সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরীতে সহায়তা করেন, তাহলে আলমডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নে আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব। । নির্বাচনে অনিয়ম করতে চাইলে, জোরপুর্বক ভোট গ্রহণ করতে চাইলে সর্বাত্বক কঠোর প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ,আনছার,বিজিবি সকলেই ভোট গ্রহনে সহায়তা প্রদান করবেন।


উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও রিটানিং অফিসার সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস।তিনি নির্বাচনী আচরন বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা নাহিদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রিটানিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, রিটানিং অফিসার প্রকল্প কর্মকর্তা শেখ আব্দুল মান্নান, রিটানিং অফিসার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার আনারুল ইসলাম, রিটানিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram