২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুুলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৪, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুুলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৪ অক্টোবর বুধবার বেলা ৩টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৩১ টি পূজা মন্দির কমিটির সভাপতি সম্পাদকের সাথে শারদীয় দূর্গাপূজা প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।

এবছর  আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলায় ৩১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দুর্গোৎসব আয়োাজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা মন্ডপ গুলোতে সাউন্ড সিস্টেম ও সীমিত পর্যায়ে আলোকসজ্জা, জনসমাগম সীমিত রাখা ও মাদক মুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে প্রবেশের গেটে সাবান, পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা স্যানেটাইজার রাখার জন্য বলা হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মÐপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন করার ওপর জোর দেয়া হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,  গণস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সম্পাদক তপন কুমার বিশ্বাাস, সাংগঠন্কি সম্পাদক নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনিন্দ্রনাথ দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আচ্যর্জ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমলকুমার কালু ঘোষ, এছাড়াও আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদক ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram