২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অধিক দামে সার বিক্রি করায় সারব্যবসায়িসহ ৩ জনকে আর্থিক দন্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৯, ২০২০
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় আলমডাঙ্গার এক সারব্যবসায়িসহ ৩ জনকে আর্থিক দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ২৯ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, আলমডাঙ্গার কাছারি বাজারের মেসসার্স বাবলুর রহমান ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে’ অধিক মূল্যে সার বিক্রি করছে। এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সার ব্যবসায়ি রজলুর রহমান বাবলুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই দিনে রুট পার্মিট না থাকায় মেহেরপুরের মৃত আতর আলীর ছেলে ট্রাক ড্রাইভার আশাদুল হককে ১০ হাজার ও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে আসাননগরের আব্দুর রাজ্জাককে ৩ শ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram