২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হারদী কেশবপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৭, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার হারদী কেশবপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের আনছার আলী গংয়ের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে সিরাজুল ইসলামের বাড়ি ভাংচুর করে দখল নিতে যায়। পরে ওসমানপুর ক্যাম্প পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিত শান্ত করে।

জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ৬৫ নং উত্তরলক্ষীপুর মৌজায় আরএস ৪৮৭ নং খতিয়ানে ৮০ নং দাগে ৩২ শতকের মধ্যে .২১৪৮ একর জমির মালিক । বেশ কয়েক বছর ধরে ওই জমি একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে আনছার আলী গং নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে আসছে। এ পরিস্থিতি দেখে সিরাজুল ইমলাম বিজ্ঞ আদালতের সরানাপন্ন হয়।

গত ১৬/০৮/২১ তারিখে মহামান্য আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। এদিকে ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টার দিকে আনছার আলী গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই জমিতে থাকা ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের চেষ্টা করে। পরে ওসমানপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram