২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার সাহেবপুরের ঘাতক ইজিবাইক চালক কেড়ে নিল শিশু খালিদের প্রাণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২, ২০২০
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

লাভলু খান: আলমডাঙ্গার সাহেবপুরে  ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু খালিদের মৃত্যু হয়েছে।  গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টার দিকে ওই ঘটনা ঘটেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা গাংনী ইউনিয়নের আসমানখালী সাহেবপুর গ্রামে মমিনপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রাম থেকে  যাত্রী নিয়ে অনুপনগর এর উদ্দেশ্যে ছেড়ে আসা ইজিবাইক সাহেবপুর গ্রামে পৌঁছালে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে আসা সময়ে ইজিবাইকের সাথে ধাক্কা লাগে, গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের মাঝেরপাড়া ইসলাম আলীর ছেলে ফুটফুটে শিশু খালিদ হোসেন (৫) ।

স্থানীয়রা ইজিবাইক জব্দ করে খালিদ হোসেন কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিল সোহাগ মোড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খালিদ হোসেনের মরদেহ তার নিজ বাড়িতে নিলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গ্রাম ও এলাকাজুড়ে ফুটফুটে শিশু খালিদ হোসেনের মৃত্যুতে গ্রাম ও এলাকার বাতাস ভারি হয়ে যায় এবং তার স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে বইছে শোকের মাতম। ভুক্তভোগীদের দাবি খালিদ হোসেন তার ছোট চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় ইজি বাইকের সাথে ধাক্কা লাগে এবং শিশু বাচ্চা খালি ওই ইজিবাইকে চাকা তার ঘাড়ের উপর দিয়ে গিয়েছে কেন মুখ দিয়ে অঝোরে রক্ত বের হচ্ছিল খালিদ হোসেন ঘটনাস্থলে মারা গেছে।

এ সময়ে খালিদ হোসেনের পিতা ইসলাম আলী বলেন তার সন্তান মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং এবং আমার সন্তান আল্লাহতালা দিয়েছিল আল্লাহ পাখি নিয়ে গিয়েছে এ কথার ভিত্তিতে অটোচালক ছেড়ে দিয়েছে, এবং সন্তানের বিদায়ী আত্মার মাগফেরাত সকলের কাছে কামনা করেছে, গতরাত ১১ টার দিকে গ্রাম্য কবরস্থানে জানাজা নামাজ শেষ দাফন কার্য সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, জেলা কৃষক লীগের সভাপতি ও মমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়াদ্দার, গাংনীতে সদস্য নজরুল ইসলাম সহ এলাকার সুধীজনেরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram