১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার সাদা ব্রিজ মোড়ে মাছ ব্যবসায়ী টাকা চুরির ঘটনার চোর আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৮, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা কাছারি বাজার সাদা ব্রিজ মোড়ে মাছ ব্যবসায়ী টাকা চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে আটক করেছে। গত ১৫ দিন আগে সাদা ব্রিজের নিচের রাস্তায় বসে মাছ বিক্রয় করা ব্যবসায়ীর টাকার ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল চোর চক্রের এক সদস্যকে আটক করে।


জানাগেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামীদূর্গাপুরের মনিরুল ইসলাম ছেলে শিলু একজন মাছ ব্যবসায়ী। রবি ও বৃহস্পতিবার আলমডাঙ্গা বাজারের দিন। প্রতিনিয়ত শিলু আলমডাঙ্গার মাছের আড়ৎ থেকে মাছ বাকি করে নিয়ে বিক্রি শেষে টাকা দিয়ে লাভ নিয়ে বাড়ি যায়।

প্রায় ১৫ দিন আগে বিকালে সুযোগ সন্ধানী চোর চক্র মাছ ব্যবসায়ীর দোকানের সামনে আসে। মাছ ব্যবসায়ী যখন মাছ বিক্রয় নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় ওই চোর পিছন থেকে মাছ বিক্রেয় টাকার ব্যাগ নিয়ে চলে যায়্ পরে পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবারও সুযোগ সন্ধানী চোর চক্র মাছ ব্যবসায়ীর দোকানের সামনে ঘুরাঘুরি শুরু করে।

এসময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই চোরকে আটক করে। আটকের পর জানা যায় চোর পুড়াদহ চরপাড়ার জলিল আলীর ছেলে আলাল(৫০)। সে মাদক সেবন করে। যার কারনে সে চুরির পেশা বেচে নিয়েছে। আটকের পর চোর আলালের বাড়িতে যোগাযোগ করলে বিকাশে চুরির কিছু টাকা দিয়ে তার মাফ চেয়ে নেয় আলালের স্ত্রী। পরে আলালকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram