২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছি ঐতিহ্যবাহি লাঠিখেলা দেখতে দর্শকের উপচে পড়া ভিড়

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৫, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বেলগাছি গ্রামে ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্ত্রে এ আকর্ষণীয় লাঠিখেলার আয়োজন করা হয়। বেলগাছি-পোয়ামারি কল্যাণ সমিতি এ ঐতিহ্যবাহি খেলার আয়োজন করে।

সকাল ১০টায় বেলগাছি-পোয়ামারি কল্যাণ সমিতির সভাপতি চুয়াডাঙ্গা বিআরটিএর উপপরিচালক আতিয়ার রহমান লাঠি খেলা উদ্বোধন করেন।

খেলায় স্থানীয় লাঠিয়াল খেলোয়াড়ের দল ছাড়াও দেশের প্রখ্যাত কুষ্টিয়ার লাঠিয়াল মরহুম সিরাজুল ইসলামের ছেলে বাংলাদেশ লাঠিয়াল বাহিনির ভাইস চেয়ারম্যান জহুরুল হক চৌধুরীসহ তাদের দল অংশগ্রহণ করেন।

খেলা শেষে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার লিয়াকত আলীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া।

প্রভাষক আমিরুল ইসলাম জয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বেলগাছি-পোয়ামারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সোহরাব উদ্দীন, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ি আব্দুল জলিল, মানোয়ার মল্লিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলগাছী  পোয়ামারি কল্যাণ পরিষদের সদস্য আব্দুস সালাম, মাহবুব, মাহফুজ, আতিকুর, রায়হান, সাব্বির, জনি, আব্দুর জব্বার, আব্দুর রাজ্জাক, শাহিন, খোকন।

বিলুপ্তপ্রায় এ ঐতিহ্যবাহি লাঠিখেলা দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। দর্শকদের নিয়ন্ত্রণে রীতিমত হিমশিম খেতে হয় খেলা আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram