১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের এক সবজি চাষির কলাগাছ, লাউ ও করল্লা ক্ষেত কর্তন

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ১১, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের এক সবজি চাষির কলাগাছ, লাউ ও করল্লা ক্ষেত কেটে বিনষ্ট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে বিনোদপুর পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিনোদপুর গ্রামের মৃত আমোদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক পৈত্রিকসূত্রে আবাদযোগ্য জমি পেয়ে  সবজি আবাদ করেন। এ বছর তিনি কলাগাছ, লাউ ও করল্লা চাষ করেছিলেন।১১ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে শত্রুতা করে কে বা কারা সবজি চাষির সব কলাগাছ, লাউ ও করল্লা ক্ষেত কেটে দিয়েছে। কারা এ সর্বনাশ করেছে সে সম্পর্কে কিছুই বলতে পারেননি সর্বশান্ত  সবজি চাষি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কলাগাছগুলিতে আর কিছুদিনের মধ্যেই মোচা বের হতো। আর বানজুড়ে ছিলো লাউ ও করল্লা গাছের বাড়ন্ত লতা। সহসাই লাউ ও করল্লা ক্ষেতে ফুল আসতো।

প্রতিবেশিদের শান্তনা সত্বেও কেটে দেওয়া সবজি ক্ষেতে বসে ক্ষতিগ্রস্ত চাষি অঝোরে অশ্রু ঝরাচ্ছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।a

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram