২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বাড়াদীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৬, ২০২১
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাড়াদি ইউনিয়নে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক, ৩টি মাধ্যমিক ও ২টি দাখিল মাদ্রাসা সর্বমোট ১৪টি রয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করনে বাড়াদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নন কনটাক্ট ইনফ্রারেড বডি থার্মোমিটার সরবরাহ করা হয়। বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।

বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল মান্নান, বাড়াদী মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিউদ্দিন, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসিরুদ্দিন, পোলতাডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, নতিডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ইকরাম খান, কাটভাঙ্গা কেইউপি বালিকা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নূর মোহাম্মদসহ সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও ইউপি সচিব সোহরাব উদ্দীন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram