১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নাগদাহে চোরাই গরু বিক্রির অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৬, ২০২০
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদহের দক্ষিণ পাড়ার বিপ্লবের বিরুদ্ধে চোরাই গরু বিক্রির অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে সে দুটি লাল রঙের গরু গ্রামের জাহাঙ্গীর নামক এক যুবকের কাছে বিক্রি করে লাপাত্তা হয়ে যায়। গরু নিয়ে বিপাকে পড়েছে জাহাঙ্গীর।

জানা গেছে, আলমডাঙ্গার নাগদহের দক্ষিণ পাড়ার উসমান আলী ছেলে বিপ্লব (২৫) গত শুক্রবার সকালে দুটি গরু নিয়ে গ্রামে আসে। লাল রঙের এঁড়ে গরু একই গ্রামের বাক্কা আলীর ছেলে জাহাঙ্গীরের নিকট গোপনে ৯৫ হাজার টাকায় বিক্রি করে লাপাত্তা হয়ে যায়। প্রায় দেড় লক্ষাধিক টাকার গরু মাত্র ৯৫ হাজার টাকায় কেনার বিষয়টি নিয়ে গ্রামে নানামুখী আলোচনা সমালোচনা চলতে থাকে।

গ্রাম সূত্রে জানিয়েছে বিপ্লবের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। সম্ভবত সে চোরাই গরু বিক্রি করে পালিয়েছে। সরেজমিনে গিয়ে গরু দুটির হদিস পাওয়া যায়নি। তবে গরুর ক্রেতা জাহাঙ্গীর জানান, বিপ্লবের প্রলোভনে পড়ে গরু ক্রয় করে বিপদে পড়ে গেছি।
এ ব্যাপারে অভিযুক্ত বিপ্লবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram