২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের স্নিগ্ধা দাসের সাথে সৌজন্য সাক্ষাত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৪, ২০২৩
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের স্নিগ্ধা দাসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রতিনিধি ও মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ। ৩ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসে তারা সৌজন্য সাক্ষাত শেষে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিশুরা যাতে খেলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসাহ ও উদ্দীপনায় সানন্দে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রতিনিধি অসীম কুমার সাহা, ক্যানেলপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের গীতা শিক্ষক টুম্পা বিশ্বাস, প্রাক-প্রাথমিক শিক্ষক রুমা রানী দাস, পুরাতন বাসস্ট্যান্ড মন্দিরের প্রাক-প্রাথমিক শিক্ষক লাবনী দত্ত, স্টেশন পাড়া দূর্গা মন্দিরের প্রিাক-প্রাথমিক শিক্ষক শিক্ষক গঙ্গা রানী দাস, রথতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের শিশু গীতা শিক্ষক প্রিয়াংকা পাল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram