১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় সরকারি রাস্তার জমিতে নির্মিত অবৈধ প্রাচীর অপসারণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১০, ২০২০
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় সরকারি রাস্তার ভেতর নির্মিত অবৈধ প্রাচীর অপসারণ করলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর।

জানা যায়, নগরবোয়ালিয়ার কারিগরপাড়ার মৃত ইয়াজ উদ্দীনের ছেলে শুকুর আলী সরকারি রাস্তার জমি দখল করে বাড়ির প্রাচীর নির্মান করেছেন। এ ঘটনায় দীর্ঘদিন ধরে গ্রামে অশান্তি বিরাজ করছিল। এ বিষয়টি জানোতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ইতোপূর্বে ১০ দিন সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা থেকে প্রাচীর অপসারণ করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সহকারী কমিশনারের সে নির্দেশ উপেক্ষা করেন শুকুর আলী। গতকাল সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে ওই প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

এদিকে, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসি সহকারী কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য রিপন বিশ্বাস, বোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু আইসি মামুন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram