২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলামের অভিষেক অনুষ্ঠান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৬, ২০২০
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলামের অভিষেক অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ১৫ নভেম্বর বেলা ১১ টার দিয়ে ইউনিয়ন পরিষদ চত্তরে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু এ দেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে গেছেন, স্বাধিকার দিয়ে গেছে। আওয়ামীলীগের নেতৃতে দেশ স্বাধীন হয়েছে। দেশের প্রতি, দলের প্রতি আনুগত্য থাকতে হবে। তাহলে আমরা একেকজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারব। জনগনের কাছে যেতে হবে, সংগঠণকে মজবুত করতে হবে। এই ইউনিয়নের নেতাকর্মিদের দলের প্রতি মমত্ববোধ ও নেতার প্রতি শ্রদ্ধা ছিল বলেই তরিকুল চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছেন। দলের ভেতর ঘুপটি মেরে থাকা অপশক্তিকে বর্জন করতে হবে।

অভিষেক অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফকির চান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুর ইসলাম,  প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদল স্মৃতি একাাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মাধবপুর স্কুলের প্রধান শিক্ষক আবেদ আলী।

 

ইউনয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুচ আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রোকনুজ্জামান, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রেজাউল হক তবা, সিরাজুল ইসলাম, আনিস মেম্বার, মজিদ মেম্বার, জয়নাল, আফজাল হোসেন টুটুল, জুলমত আলী,মকবুল হোসেন, ইউপি সদস্য আরিফুল ইসলাম, সাঈদ হোসেন, রবিউল ইসলামসহ সকল ইউপি সদস্য ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।

 

অভিষেক অনুষ্ঠান শেষে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলামকে দায়িত্বভার অর্পন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান ফকির চান মন্ডল।

 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram