১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচের ৩য় পর্যায়ে মানবিক সেবার চেক বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩০, ২০২০
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচ ৩য় পর্যায়ে মানবিক সেবার চেক বিতরণ করেছে। ৩০ জুলাই বেলা ১১টায় আলমডাঙ্গা সরকারি কলেজের মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। বন্ধু সংগঠনের ২৭ জন বন্ধুসহ শতাধিক দুস্থকে আর্থিক সাহায্য হিসেবে মানবিক সেবার চেক প্রদান করা হয়েছে। এ সময় স্বাস্থবিধি রক্ষা করে সংগঠনের সদস্যের ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিৎসা সহযোগিতাও প্রদান করা হয়।

    আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ইছাহক আলী এ সেবার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বন্ধু সংগঠন এসএসসি ৮৯ ব্যাচ সংগঠনের দুঃস্থ বন্ধুদের পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকার দরিদ্রদের সহায়তা প্রদান করে আসছে। চিকিৎসা সহায়তাসহ করোনাকালীন স্বল্প আয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সংগঠনটি। 

চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অনুপ্রাণিত হয়ে অন্যরাও করোনাকালীন দুর্যোগে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram