২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় 'আন্তর্জাতিক আরবী ভাষা দিবস' উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৫, ২০২০
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন'র আয়োজনে দিবসটি উপলক্ষে 'মুসলিম জীবনে আরবী ভাষার গুরুত্ব' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।


হাফেজ গোলাম মুক্তাদিরের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ১০টায় সেমিনার শুরু হয় এবং মাওলানা আকরাম হুসাইন সাইরাফির দু’আর মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
বাবুপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমীর দোতলার হল রুমে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দধাম জামে মসজিদের খতীব মাওলানা ইমদাদুল হক।

প্রবন্ধটিতে আরবীভাষার ইতিহাস, আন্তর্জাতিক আরবীভাষা দিবস, মুসলিম জীবনে আরবী ভাষার গুরুত্ব ও বাংলাভাষার সমৃদ্ধিতে আরবীর অবদান এই চারটি শিরোনামে আলোচনা উপস্থাপন করা হয়।


সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর পরিচালক আশরাফুল ইসলাম, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, প্রভাষক শফিউল আলম বকুল, হাফেজ জহুরুল ইসলাম ও মাহফিল উদ্দীন মানিক।

সেমিনারে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম। ২০১২ সালে জাতিসংঘ ১৮ ডিসেম্বরকে আরবী ভাষা দিবস হিসাবে গ্রহণ করে এবং পরের বছর ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি 'আন্তর্জাতিক আরবী ভাষা দিবস' পালন শুরু করে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতিসংঘ এবং আরব দেশগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আমাদের দেশেও বিভিন্নভাবে দিবসটি পালন করা হয়ে থাকে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram