২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
মে ১, ২০২১
46
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত
বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত | ছবি : বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বর্তমানে অতি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো বাদে বিশেষ শর্তসাপেক্ষে আজ থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত শুক্রবার ৩০ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়- বর্তমানে কভিড-১৯ সংক্রমণের হার বিবেচনা করে ৩৮টি দেশে বহির্গমনের ওপর বিশেষ শর্ত আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর সিদ্ধান্ত হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটগুলোর স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন' বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকার বহির্ভূত দেশগুলো থেকে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টিন পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কাতার, বাহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তী সময়ে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচনা করা হবে।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram