বাড়াদী প্রতিনিধি : হারদী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যগে হারদী বাজার প্রাঙ্গনে এ জন্মদিন পালনের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা শেখ ইমতিয়াজ মিজান নিপ্পনের পরিচালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের লিংকন, হাবিব, দেলোয়ার, লিখন,আশা,হাডান,রানা,ইমন,শাকিল,চন্দন,পরশ,তন্ময়,পারভেজ।এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের শেখ শাহিনুর রহমান রুবেল,হাবিবুর রহমান রুবেল,কলিন,নাহিদ,মিন্টু,রবিন,তানভির,রফিকুল প্রমুখ।
দোয়া মাহফিল, আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।