হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সোনালী ব্যাংক লিমিটেড শাখা কক্ষে নতুন বর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। ৪ জানুয়ারী “দৃপ্ত শপথ মুজিব বর্ষে আমরা যাবো সবার শীর্ষে” এই শ্লোগান কে সামনে রেখে সোনালী ব্যাংক লিমিটেড হাটবোয়ালিয়া শাখা চুয়াডাঙ্গার সকল গ্রাহক বৃন্দকে সাথে নিয়ে নতুন বর্ষ ২০২১ সালকে কেক কাটার মধ্য দিয়ে বরন করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া সোনালী ব্যাংক শাখার ব্যবস্হাপক সুজাউদ্দীন,সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, ক্যাশ ইনচার্জ বদিউজ্জামান,অফিসার জাহিদুল আলম,আবুল বাশার, জাহাঙ্গীর আলম, মাহমুদা খাতুন, গ্রাহক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী, নাসির উদ্দীন, ইকলাছউদ্দীন,মনোরন্জন কর্মকার,আবুল কালাম আজাদ, নাহিদ, অর্ণব,নান্টু,বিল্লাল হোসেন, মুংলা,শামীম,হাসান, ও সাংবাদিক সোহেল হুদা প্রমুখ।