২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুন্ডুতে পুলিশের উপর মাদক ব্যাবসায়ির হামলা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৫, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক বিক্রেতাদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। আহত এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা জানান, গোপন সুত্রে খবর পেয়ে পদ্মনগর গ্রামের নদীর ধারে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রুজদার আলীর নেতৃত্বে মাদকসেবীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধস্তাধস্তি ও ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে কর্মকর্তাসহ দুই পুলিশ কমবেশি আহত হন। স্থানীয় ইউপি মেম্বর রেজাউল ইসলাম মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে পদ্মনগর নদীর ধারে মাদক বিক্রি ও সেবন করার সময় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ধরে ফেলে। এ সময় তারা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় দুই পুলিশ আহত হন। রাতে ঝিনাইদহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ওই ইউপি সদস্য জানান।

বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান হাসপাতালের রেজিষ্টারে ভবানীপুর পুলিশ ফাড়ির এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীর নাম লিপিবদ্ধ রয়েছে। তারা হাত ও পায়ে ফোলা জখমের চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মামলার পত্রিয়া চলছে বলে জানান ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram