স্বাস্থ্যবিধি অমান্য ও পৌর আইন না মানায় আলমডাঙ্গা শহরে ১১ জনকে জরিমানা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন মোড়ে ও তহ বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন বাইরে আসার অপরাধে এনায়েতপুরের মাফিকে ২শ টাকা, মজিবনগরের শামিমকে ৫শ টাকা, কুমারীর আশাবুলকে ৫শ টাকা, শ্রীনগরের মেহেরুলকে ৬শ টাাকা, কাালিগঞ্জের জামালকে ৭শ টাকা, সরিষাডাঙ্গার আলামীনকে ১শ টাকা, কলেজপাড়ার রশিদুলকে ২শ টাকা,ডাউকির আজিজুলকে ৩শ টাকা, রাধিকাগঞ্জের বাবুলকে ১ হাজার টাকা, বকসিপুরের লাল্টুকে ১ হাজার টাকা, পৌর আইনে হাউসপুরের সাকিবকে ১ হাজার টাকা জরিমানা করেন।