ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া ওরফে জুলি খাতুন (২৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামী বাবলুর রহমান শেখকে (২৭) গ্রেপ্তার করেছে। সে সেজিয়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, বাবলুর শেখ মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন।
এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত আটটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করেন।
স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবলুর রহমান শেখকে গ্রেপ্তার করে।