আমি রাদিয়া ইসলাম রাইয়া। আব্বু অন লাইন সাম্প্রতিকী ডন কম পত্রিকার সহ-বার্তা সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারি ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, আম্মু শাকিলা খাতুন। আমাকে চিনেছেন তো? ২ মে ছিল আমার প্রথম জন্মবার্ষিকী।

আমাদের গ্রাম কাবিলনগরের বাড়িতে আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করেছি। আপনারা অপত্য স্নেহে আমাকে দোয়া করতে ভুলে যাবেন না কিন্তু। আশির্বাদ করবেন আমি যেন আপন আলোয় জয় করতে পারি যাবতীয় অন্ধকার।
প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দাদা মোখরেছুর রহমান, বড় দাদা হরিবার রহমান, বড় দাদী সখিনা খাতুন, ফুফু বিউটি, কাকা বিটুল, টোকন, পান্না, আকুল, টুটুল, ডিটুল, আওয়াল, সবুজ, কাকী জান্নাতুল ফেরদৌস, লিপি, ময়না, শেফালি, আছিয়া, শান্তনা, খালা- রওশনারা, শাপলা, বিউটি, খালু মুক্তার আলী, ভাইয়া- জুবাইর, সাজিম, রেজা, রাজু, ইব্রাহিম, সিয়াম, জুয়েল, নিয়ম, আপু- জুথি, বিথি, সুমাইয়া, মাহাদিয়া, মারিয়া, তাসমিয়া, ফাতেমা, আয়েশা, খাদিজা, জয়নবসহ সাংবাদিক কাকা রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, শাহ আলম মন্টু, দাদা হামিদুল ইসলাম আজম, প্রমুখ।