আলমডাঙ্গার বক্সিপুর গ্রামে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষন অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধ বাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়েছে। গ্রাম্য শালিসে অভিযুক্ত বৃদ্ধকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে হাজির হতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বক্সিপুর গ্রামের ৬ বছরের শিশুকন্যা তার বোনের সাথে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। বড় বোন কিছুটা দূরে অন্য জমিতে গেলে প্রতিবেশী বাহার আলী শিশুকে পাশের ভুট্টা ক্ষেতে কোলে করে নিয়ে যায়। সেখানে গামছা বিছিয়ে মেয়েটিকে ধর্ষনের অপচেষ্টা করে।
সে সময় বড় বোন ভুট্টা ক্ষেতের পাশে এসে শিশুটির নাম ধরে ডাকতে থাকতে থাকলে শিশুটির চিৎকার দিলে বাহার আলী দৌঁড়ে পালিয়ে যায়। তারপর বাহার আলী আর বাড়ি ফেরেন নি।
এদিকে, শুক্রবার রাতে গ্রামের এ ঘটনায় সালিশ বৈঠক বসে। সালিশকারিরা বাহার আলীকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে হাজির হতে সময় বেঁধে দিয়েছেন।
শিশুটির পিতা জানান, বাহার আলী সাত আট বছর আগে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে আত্মীয়তার সূত্রে বক্সিপুরে বসবাস করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকারের অভিযোগ ওঠেছিল। সে সময় গ্রাম্য সালিশে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়েছিল।
ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। অভিযুক্তকে বাড়িতে হাজির করতে বলা হয়েছে বলেও জানতে পেরেছি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।