মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর আমঝুপি রাধা মাধব মন্দিরে মা দুর্গার ষষ্ঠী পালন সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শুরু হয়েছে। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে আজ মা দুর্গার ষষ্ঠী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ফিতা কেটে উদ্বোধন করছেন মন্দিরের উপদেষ্ঠা ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু।
এসময় শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সভাপতি অসিত কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক উত্তম কুমার কর্মকার, সহ সাধারন সম্পাদক বলাই চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ আকিঞ্চন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক নারায়ন হালদার, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুল হকসহ শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের পুজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।