মেহেরপুর অফিস \ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব গোলাম রসূল। বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ভাইস চেযারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম, সেক্রেটারি খন্দকার একরামুল হক নির্বাহী সদস্য আশকার আলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন প্রমূখ।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং মেহেরপুর ইউনিটের সম্মানিত চেয়ারম্যান এ কে এম আতাউল হাকিম সহ বিভিন্ন সদস্য গণ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালন করা হয়।