মেহেরপুর অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদসহ উগ্র-সাম্প্রদায়িকতা মৌলবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াাসমিনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
পরে শহরের কোর্ট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।